নিজস্ব প্রতিবেদক: জেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টায় জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হাসান মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দীন, প্রচার সম্পাদক শেখ নূরুল হক, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি আবু সায়ীদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান মিল্টন, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, দপ্তর সম্পাদক খন্দকার আরিফ হোসেন প্রিন্স, সাবেক ছাত্রলীগ নেতা কাজী আক্তার হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক আবু সালেক, ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক এড. সাইদুজ্জামান, আব্দুল হালিম, সদস্য সচিব এস এম জিললুর রহমান, পৌর সদস্য এড. নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক ডাঃ সাগর, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাসান গাজী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,আবুল হোসেন, রুবেল, রবিউল ইসলাম, হারেস চৌধুরী, ডাঃ মনির, লাবসা ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার বিশ্বাস, আরিজুল ইসলাম, ইব্রাহিম হোসেন, সদর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ফারুক হোসেন, পৌর আওয়ামীলীগের সদস্য সবুর খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগস্ট মানে শোকের মাস, আগস্ট মানে বাঙালির হৃদয়ে রক্ত ক্ষরণ। বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একটি পতাকা, রাষ্ট্র,একটি স্বাধীন ভূখন্ডের নাম। কিন্তু বিপথগামী কিছু সেনাসদস্য নির্মম ভাবে তার স্বপরিবারে হত্যা করে। যার মাশুল বাংলার মানুষ এখনো দিচ্ছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে অন্যভাবে পরিচিত হতো। অবিলম্বে বঙ্গবন্ধু খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্টে ঝুলানোর দাবি জানান।
পূর্ববর্তী পোস্ট