আসাদুজ্জামান : মিয়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হামলা, নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা আইনজীবী সমিতির আয়োজনে বুধবার সকাল ১০ টায় জজ কোর্ট শহিদ মিনার চত্বরে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. শাহ আলমের সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এড. ওসমান গনি, সাবেক পিপি এড. সৈয়দ ইফতেখার আলি, সাবেক সভাপতি এড, আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক এড, তোজাম্মেল হোসেন তোজাম, এড. ইউনুচ আলি, এড. মিজানুর রহামান. এড. ফাহিমুল হক কিসলু, এড. এ.বি.এম সেলিম প্রমুখ।
বক্তারা বলেন, মিয়ানমান সরকার ও তার পেটুয়া বাহিনী একের পর এক নিরীহ রোহিঙ্গাদের উপর যেভাবে হত্যা নির্যাতন চালাচ্ছে তা ইতিহাসকে হার মানায়। অং সান সুচি গণতন্ত্রের কথা বলে মানুষ হত্যায় নেমেছে। তারা শুধু নিরীহ মানুষকে হত্যা করছেনা তাদের হাত থেকে রেহাই পাচ্ছেনা নারী ও শিশুরাও। বক্তারা এ সময়, অবিলম্বে এসব গণহত্যা বন্ধ না করা হলে মিয়ানমারের সাথে বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করার আহবান জানান সরকারের প্রতি।
মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় আইনজীবীদের মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট