তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় রবিবার বিকালে গ্রাম বাংলার বহু পুরাতন দিনে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে দশটি দল অংশগ্রহণ করেন।
নৌকাবাইচ অনুষ্ঠানে তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারণ সস্পাদক মো. রফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধা মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তালা কপোতাক্ষ নদে নৌকাবাইচ এ ১০টি দল স্বতঃস্ফূর্ত্বভাবে অংশগ্রহণ করেন। পরপর ৩টি বাইচ অনুষ্ঠিত হয় তার মধ্যে মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল ১ম স্থান, তালা চরগ্রাম নৌকাবাইচ দল ২য় স্থান এবং কুলপোতা নৌকাবাইচ দল ৩য় স্থান অধিকার করেন। প্রথম স্থান অধিকারকারী দলকে ৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারকারী দলকে ৪ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারকারী দলকে ৩ হাজার টাকা পুরুষ্কৃত করা হয়।
কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট