মইনুল ইসলাম: সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন বলেছেন, আবহমান কাল ধরে এদেশে হিন্দু, মুসলিমসহ সকল সম্প্রদায়ের মানুষ মিলে মিশে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। বাঙালির এই অসাম্প্রদায়িক চেতনায় যেন কোন অপশক্তি আঘাত না করতে পারে তার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সাতক্ষীরার মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন অভিভাবকদের খেয়াল রাখতে হবে যেন তার সন্তান ঘৃণ্য জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে। তিনি আরও বলেন সাতক্ষীরার কোন সন্তান যেন ঘৃন্য জঙ্গি হয়ে সাতক্ষীরার সুনাম নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আজ শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী পূজা। সামনে আর দুইটা দিন আছে এই দুইটা দিন যেন সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে ও উৎসব মূখর পরিবেশে উদ্যাপন করতে পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে আশাশুনির কাদাকাটিতে অনুষ্ঠিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পূর্ব কাদাকাটি সার্বজনীন অনুদান দুর্গা মন্দিরের আয়োজনে বিকাল ৪টায় হলদেপোতা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মন্দির কমিটির সভাপতি লক্ষ্মীকান্ত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, সাবেক এমপি আলহাজ্ব ডাঃ এস এম মোখলেছুর রহমান, আশাশুনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নীলকন্ঠ সোম, এমপি ডাঃ আ ফ ম রুহুল হক প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার, সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে পুলিশ সুপার আলতাফ হোসেনের সহধর্মীনি মেহের নিগার আক্তার ও ইউএনও সুষমা সুলতানার মাতা আনোয়ারা বেগমসহ উভয় পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দসহ হাজার হাজার দর্শক মনমুগ্ধের মত নৌকাবাইচ প্রতিযোগীতা উপভোগ করেন। নৌকাবাইচ প্রতিযোগীতায় ষষ্টগ্রাম নৌকাবাইচ দল, পুইজালা নৌকাবাইচ দল, মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল, সোনাবাদাল নৌকাবাইচ দল ও কুলপোতা নৌকাবাইচ দল অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় কুলপোতা নৌকাবাইচ দল প্রথম, মহিষাডাঙ্গা নৌকাবাইচ দল ২য় এবং ষষ্টগ্রাম নৌকাবাইচ দল ৩য় হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পূর্ববর্তী পোস্ট