পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নের ২০টি পূজা মন্দিরে সার্বজননী দুর্গাৎসব পরিদর্শন করেন ইউনিয়নের সফল উদীয়মান চেয়ারম্যান বিটিভির সাংবাদিক মোজাফ্ফর রহমান। গতকাল মহানবমী দুর্গাৎসবে ইউনিয়নের খলিষখালী, গাছা, দুধলী, কৈখালী, দলুয়া, টিকারামপুর, চোমরখালী ঘোষ পাড়া, মোকসেদপুর সহ বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ পরিদর্শন করে হিন্দুধর্মাবলম্বী সকল ভক্ত ও কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুবলীগ নেতা রকির হোসেন, আক্তার হোসেন, সুজায়েত, কাজী আ: সাত্তার প্রমুখ। তিনি বলেন, তার নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে সঠিক ভাবে নিরাপত্তার সাথে পূজাঅর্চণা করার লক্ষ্যে দিন রাত ছুটে চলেছেন।
পূর্ববর্তী পোস্ট