মাহফিজুল ইসলাম আককাজ : ‘সাতক্ষীরায় ২০১৩ সালের ভয়াবহতা আর নয়, সাতক্ষীরার মাটিতে মৌলবাদীদের উত্থান রুখে দাও, শান্ত জনপদে অশান্তি নয়’ এই স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। সোমবার সকালে সদর উপজেলা চত্বরে ১৪টি ইউনিয়ন থেকে আগত ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মিলিত হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজলের হাতে দূবৃত্ত ম্যেলবাদীদের শাস্তি বিধানে স্মরকলিপি তুলে দেন। এর পর সম্মিলিতভাবে বিশাল একটি মোটর সাইকেল বহর যোগে জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেনের নিকট স্মারকলিপি দেন। পরে এইভাবে বহরটি জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের নিকট স্মারক লিপি দেন এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল বহরটি সাতক্ষীরা নিউ মার্কেট শহিদ আলাউদ্দিন চত্বরে সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ‘জেলার শান্তি প্রিয় মানুষের আবহমান আবাসস্থল সেই কাঙ্খিত মনোরম শান্তির মধ্যে ধর্ম-ব্যবসায়ী একদল সমাজচ্যুত মৌলবাদী অশান্তির ঝান্ডা তুলে ধরার অলভ্য চেষ্টা চালাচ্ছে। এ শান্ত জনপদকে অশান্ত করার পায়তারা চালাচ্ছে। আবারো সেই দেশ বিরোধী চক্র সংগঠিত হওয়ার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। ইতিপূর্বে দেশের প্রচলিত আইন-ধারাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাস্তার দু’পাশের গাছ কেটে, রাস্তা কেটে, বসত বাড়ি, দোকান-পাট জ¦ালিয়ে লুটতরাজসহ মানুষের জানমাল নিয়ে নারকীয় খেলায় মেতেছিল। সাতক্ষীরাবাসী চরম দুর্দিন কাটিয়ে শান্তিপুর্ণ জীবন যাপন করছে। এ জেলার লাখো দেশ প্রেমিক যোদ্ধা সেই অপশক্তির বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে মাঠে নেমেছে। সার্বভৌমের ও শান্তির পক্ষে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন আরো বলেন, আর যেন কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কোন হীন চক্র যেন অপঘাতের টোকাটি পর্যন্ত না দিতে পারে এ জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি এ উদাত্ত আহবান জানান।’
সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ঘোনা ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ও সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন এ সময় সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সদস্য বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, আলিপুর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ফিংড়ি ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান, ব্রক্ষ্মরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, আগরদাড়ী ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালিসহ এ সময় সদর উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সদস্য ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট