দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির আমন্ত্রণে আগামী শনিবার দুপুরে প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সংক্ষিপ্ত বৈঠকও হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে রাষ্ট্রপতির আমন্ত্রণে শনিবার প্রধান বিচারপতি বঙ্গভবনে যাবেন। এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।