আসাদুজ্জামান : স্তন ক্যান্সার মাস উপলক্ষ্যে সাতক্ষীরা জেলায় ক্যান্সার সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে এ শোভাযাত্রাটি বের হয়। শোভা যাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টারের মহাসচিব ডাঃ মনোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সংগঠনটির সভাপতি রতœা শরীফ আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, স্বাচিপ সভাপতি ডাঃ এসএম মোখলেছুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ আজিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, ঢাকা এডনিবার্গ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএইচআরডি ক্যান্সার সার্পোট সেন্টারের নির্বাহী পরিচালক রোকেয়া রুমি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের পক্ষ থেকে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষ্যে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েল ফেয়ার নামক প্রতিষ্ঠানটি সাতক্ষীরা জেলা এবং প¦ার্শবর্তী জেলার দরিদ্র জনসাধারনের মাঝে মরনব্যাধি ক্যান্সার বিষয়ে সচেতনতা এবং চিকিৎসা সেবা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা এ সময় তাদের এ ধরনের মহৎ এই উদ্যোগকে সবাই সাধুবাদ জানান।
পূর্ববর্তী পোস্ট