যশোরের জঙ্গি আস্তানায় মারজানের বোন খাদিজা তিন শিশুসহ আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকেল ৩টা ৫মিনিটে খাদিজা আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণ করার আগে খাদজিা তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন।
এদিকে যশোরের ঘোপ নোয়াপাড়া রোড জামে মসজিদের পেছনে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা দোতলা বাড়িটিতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের।
এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে সেই দোতলা বাড়িটি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। কুষ্টিয়ার মশিউর রহমান নামের এক ব্যক্তি নিজেকে হারবাল কোম্পানির চাকরিজীবী পরিচয়ে ফ্লাটটি ভাড়া নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মশিউর হলি আর্টিসানে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী মারজানের বোন খাদিজার স্বামী।
এসময় ঘটনাস্থলে পুলিশ, র্যাব ছাড়াও ঢাকা থেকে আসা সোয়াট, বোমা ডিসপোজাল ইউনিট এবং কাউন্টার টেরোরিজম (সিটিইউ) সদস্যরা উপস্থিত ছিলেন