ডেস্ক রিপোর্ট: দিনের ব্যস্ত সময়ে হঠাৎ এক মুরগি রাস্তায় চলে এসেছিল। ব্রিটেনের দুন্দির ইস্ট মার্কেটগেট টেসাইড পুলিশের কাছে কয়েকজন গাড়ি চালক ওই মুরগির গতিবিধি নিয়ে খবর দেন। চালকদের অভিযোগ, মুরগিটি রাস্তার মাঝখানে এদিক-ওদিক চলাফেরা করায় সকলেই চিন্তায় পড়েছেন। মুরগির গতিবিধি দেখে গাড়ি চালাতে হচ্ছে। এর ফলে, ওই জায়গায় গাড়ির গতি কমে যায় ও মাঝে মধ্যেই যানজট লাগতে থাকে।
গাড়ি চালকদের কাছ থেকে এ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ অফিসার। তিনি দেখেন, রাস্তা জুড়ে নিজের খেয়ালমতো ঘুরে বেড়াচ্ছে মুরগিটি। আর চালকরা মুরগিটিকে গাড়ির ধাক্কা থেকে বাঁচাতে আস্তে ড্রাইভ করছেন। পুলিশ অফিসার কোনমতে মুরগিটিকে ধরতে সমর্থ হন। মুরগিটিকে থানায় নিয়ে গিয়ে লকআপে পুরে দেন। ততক্ষণে পুলিশ অফিসার ঘেমে-নেয়ে একাকার।
পরে টেসাইড পুলিশ ডিভিশন থেকে জানানো হয় মুরগিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। কারণ, সে দিনের ব্যস্ত সময়ে যেভাবে অবিবেচকের মতো রাস্তায় চলে এসেছিল, সেটা অন্যায়। এর জেরে ট্র্যাফিক চলাচলে বিভ্রাট তৈরি হয়েছিল। এমনকী, যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারত বলে জানায় টেসাইড পুলিশ।
এখন মুরগির মালিককে খোঁজছে পুলিশ। এর জন্য তাদের ফেসবুক পেজেও বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট