আশাশুনি ব্যুরো: আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস-২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেমাবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজেন উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাচ্চু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিয়ার রহমান, সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আঃ গনি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, রেজওয়ানুল কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগণ “অভিবাসনের ভবিষ্যৎ বদলে দাও, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ উন্নয়নে বিনিয়োগ বাড়াও” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন।
আশাশুনিতে বিশ্ব খাদ্য দিবস পালিত
পূর্ববর্তী পোস্ট