আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ নিহত হয়েছেন। আজ শুক্রবার ইমাম জামান মসজিদে এ হামলা চালানো হয়।
বিবিসি জানায়, নামাজ পড়া অবস্থায় মুসল্লিদের ওপর হামলাকারী গুলিবর্ষণ করে। এরপর বোমার বিস্ফোরণ ঘটনায়।
এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের শিয়া মসজিদগুলো জঙ্গি সংগঠন আইএসের হামলার লক্ষ্যবস্তু বলে জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ঘটনাস্থলে তদন্তদল গেছে।
এ হামলার কয়েকদিন আগে ট্রাকবোমা নিয়ে আত্মঘাতী হামলাকারী সন্দেহে একজনকে আটক করে পুলিশ।
গত ২০ আগস্ট কাবুলে মুসল্লিদের ওপর বোমা হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হয়। এ ছাড়া মে মাসে ট্রাকবোমা হামলায় ১৫০ জনের বেশি নিহত হয়।