প্রেস বিজ্ঞপ্তি : রবিবার জাতীয় আইনগত সংস্থা, সাতক্ষীরা জেলা কমিটির মাসিক সভা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ জোয়ার্দ্দার মো. আমিরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বিচারক মো. কেরামত আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জজশিপের বিজ্ঞ বিচারকবৃন্দসহ ও কমিটির অন্যান্য সদস্যগণ।
জেলা জজ আদালতে নতুন অতি: জেলা ও দায়রা জজ হিসাবে যোগদানকারী অরুনাফ চক্রবর্তীর পরিচয়ের মধ্য দিয়ে সভা শুরু করা হয়। এ সভায় গত সভার কার্যাবলী পাঠ ও অনুমোদন, কিছু নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ, ডিল্যাক কর্তৃক প্রকাশিত স্মরণিকা বিতরণ, সরকারি আইনি সহায়তার জন্য ২৭টি দাখিলকৃত আবেদন এবং জেল খানা হতে ৩টি আবেদন মিলে মোট ৩০টি আবেদন আলোচনা ও অনুমোদন, আইনজীবীগণের মামলা পরিচালনা বাজেট না থাকায় বিল পাশ করা সম্ভব হয়নি, সদস্য এনজিও সমূহের মাসিক আইন সহায়তার কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, জিও-এনজিও কর্তৃক বা কমিটিতে প্রেরিত পত্রালোচনা, সমাজের সর্বস্তরে অনুমোদিত সংস্থার মাধ্যমে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি করা, আইনজীবীদের নোটারি পাবলিক আইনজীবী কর্তৃক বাল্যবিবাহ বন্ধ করা এবং লিগ্যাল এইডের সহায়তায় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বাস্তবায়নে মামলা পরিচালনা করা, ডিল্যাক কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিক পর্যালোচনা ও জেলা সদরের বাহিরে মিটিং আয়োজন করা যেতে পারে কিনাসহ বিবিধ বিষয় আলোচনা করা হয়।
সভার সভাপতি তার অভিমত ব্যক্ত করে নির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড কমিটি বর্তমান ৪৪ জন প্যানেল আইনজীবী মাধ্যমে মামলাগুলোতে আইনগত সহায়তা দিয়ে যাচ্ছে।