জাপানের রাজধানী টোকিওর কাছে একটি অ্যাপার্টমেন্টের এসি থেকে গলা কাটা নয় মৃতদেহ পাওয়া গেছে। মৃতদেহ গুলো পাওয়ার পর ২৭ বছর বয়সী এক জাপানি নাগরিককে গ্রেপ্তার করেছে টোকিও পুলিশ৷
এ সময় প্রতিবেশীরা জানায়, এই অ্যাপার্টমেন্ট থেকে প্রচন্ড দুর্গন্ধ আসায় আগেই সন্দেহ জেগেছিল তাদের সবার মনে৷
গত মঙ্গলবার জাপানি গণমাধ্যমগুলো জানায়, রাজধানী টোকিওর দক্ষিণ-পশ্চিমের জামা সিটির অ্যাপার্টমেন্টেটি থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ টোকিও কর্তৃপক্ষের বরাত দিয়ে জাতীয় গণমাধ্যম এনএইচকে জানায়, প্রাথমিকভাবে মরদেহগুলোর মধ্যে আটজন নারী এবং একজন পুরুষ বলে ধারণা করা হচ্ছে৷
টোকিও পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় টোকাহিরো শিরাইশি নামে ২৭ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ শেষে আটক ওই ব্যক্তি এই ঘটনার দায় স্বীকার করেছেন৷
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আটক হওয়া সন্দেহভাজন ওই ব্যক্তি মরদেহগুলো বিড়ালের বর্জ্য দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন৷
এ ঘটনার তদন্তকারী কর্মকর্তারা জানান, অ্যাপার্টমেন্টের প্রবেশপথের এসিতেই দুইটি মরদেহের মাথা দেখতে পান তারা৷
পুলিশ জানান, এই ঘটনার অনুসন্ধান করতে গিয়ে তারা আরো আবিষ্কার করেন যে, ২৩ বছর বয়সী এক তরুণী নিখোঁজ রয়েছেন৷ ধারণা করা হচ্ছিল মরদেহগুলোর মধ্যে সেই তরুণীও হয়ত আছেন৷ কিন্তু মৃতদের মধ্যে নেই নিখোঁজ সেই নারী। এর আগে জানা যায়, ২৩ বছর বয়সী এক তরুণী নিখোঁজ ছিলেন।
তদন্তকারীরা কর্মকর্তারা জানান, টোকাহিরো শিরাইশির সঙ্গে ওই নিখোঁজ তরুণীর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়েছিল৷