তালা প্রতিনিধি : তালা উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিস এলাকার একটি রাস্তার পাশে ঝোঁপের মধ্যে কুড়িয়ে পাওয়া সেই শিশু কন্যাটির নাম রাখা হয়েছে অর্পিতা। নবজাত শিশু কন্যা অর্পিতার স্থান হয়েছে গোপালগঞ্জ সদরের মিয়া পাড়ার সৈয়দ পরিবারে। সে নতুন পরিচয়ে পরিচিতি লাভ করলো। সাংবাদিক ইয়াহিয়ানু তুহিন ও প্রভাষক মেরী খানম এখন কুড়িয়ে পাওয়া শিশুটির পিতা-মাতা। ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যায় থানা অফিস রুমে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিবুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমাতুজ্জোহরা আনুষ্ঠানিকভাবে দৈনিক খবর পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়াহিয়ানুর তুহিন এবং খুলনা মেট্রো পলিটন কলেজের প্রভাষক মেরী খানমের কাছে শিশু কন্যা অর্পিতা কে অর্পন করেন। বর্তমানে অর্পিতার নতুন ঠিকানা গোপালগঞ্জ জেলার মিয়াপাড়ার সৈয়দ বাড়ি। এ সময় উপস্থিত ছিলেন সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমানসহ অনেকেই। উল্লেখ্য, গত মঙ্গলবার কে বা কারা পলিথিনে ঢুকিয়ে মোড়ক করে বাচ্চাটি ফেলে রেখে চলে যায়। বাচ্চাটির কান্নার শব্দ শুনে পথচারীদের দৃষ্টিতে আসে শিশুটি। পথচারীরা থানায় খবর দিলে পাটকেলঘাটা থানার ওসি মহিবুল নিজেই বাচ্চাটি উদ্ধার করে পার্শ্ববর্তী লোকনাথ নার্সিং হোমে ভর্তি করেন। শিশুটির সার্বিক দেখাশুনা করেন ওসি নিজেই। প্রতিদিন শত ব্যস্ততার মাঝে তিনি ক্লিনিকে গিয়ে খোঁজ খবর নেন বাচ্চাটির। পাটকেলঘাটা লোকনাথ নার্সিং হোমের পরিচালক পুলক কুমার পাল জানান, নবজাতকের সার্বিক তদারকিতে সিনিয়র নার্স মমতাজ ও সহকারী তৃষা সর্বদা নিয়োজিত ছিলেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল ইসলাম জানান, অনেকেই বাচ্চাটিকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আগ্রহীদের মধ্যে সাংবাদিক ইয়াহিয়ানু তুহিন ও প্রভাষক মেরী খানম দম্পতি ছিলেন নিঃসন্তান। সামগ্রিক বিষয় পর্যালোচনা করে এবং অর্পিতার সুন্দর ভবিষ্যত বিবেচনা করে তাদের হাতেই অর্পিতাকে অর্পণ করা হয়।
পূর্ববর্তী পোস্ট