নিজস্ব প্রতিবেদক : ১৫ বোতল ফেন্সিডিলসহ এক মহিলাকে আটক করেছে ৩৮ বিজিবি’র সদস্যরা। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভোমরার লহ্মীদাড়ী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিলা লহ্মীদাড়ী এলাকার ইব্রাহীমের স্ত্রী ময়না বেগম(৪০)।
বিজিবি জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরার লহ্মীদাড়ী সামীন্তে ভেড়ীবাধের নিচে ময়না বেগম ঘোরাঘুরি করতে থাকলে ভোমরা বিওপি’র হাবিলদার মুজিবরের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে চ্যালেন্স করেন। এসময় তার কাছ থেকে একটি পলিথিনের ব্যাগে রাখা ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ ১৫ বোতল ফেন্সিডিলসহ মহিলাকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় ভোমরা বিওপি’র হাবিলদার মুজিবুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে মহিলাকে থানায় সোপর্দ করেছেন।