তোষিকে কাইফু : জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধে বাংলাদেশসহ বিভিন্ন দেশের সংসদ সদস্যদের উপস্থিতে এক সেমিনার আনুষ্ঠিত হয়েছে।
৩ নভেম্বর শুক্রবার দুপুর ২ টায় ৩০ মিনিটে সংসদ সদস্যদের জনসংখ্যার উন্নয়ন সমিতি বাংলাদেশ এবং বাংলাদেশ এসোসিয়েশন অব পার্লামেন্টেরেনিয়াস অন পপুলেশন ডেভেলপমেন্ট এর পক্ষে এস পি সি পি ডি এর সভায় নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যর ইতিহাসে, বাল্য বিবাহ প্রতিরোধ ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনার উপায় প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। তিনি বলেন- বর্তমান নারীর ক্ষমতায়নে দেশের সাফল্যের ইতিহাস, বাল্য বিবাহ প্রতিরোধ, ও যুব উন্নয়নের মাধ্যমে মাতৃত্বের মৃত্যুর হার কমিয়ে আনতে বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। তাছাড়া মাতৃ মৃত্যুহার কমিয়ে এনে দেশের যুবকেরা এখন অর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদরে প্রধান চিপ হুইফ আ স ম ফিরোজ উপস্থিত থেকে থেকে উক্ত সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় অন্যান্য দেশের সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, জেনি এমপি (অস্ট্রোলিয়া), নরমালা আব্দুস সামাদ এমপি (মালয়েশিয়া), এনজেলা এমপি (সাউথ আফ্রিকা), সামান্তা জেন এসক্রামান্তা এমপি (জিবরান্ট্রাল)। এবং বাংলাদেশের মহিলা সংসদ সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন, মহিলা চিপ হুইপ মাহবুব আরা গিনি এমপি, ওয়াসেফা আয়েশা খান এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাবিনা আক্তার তুহিন এমপি, কাজী রোজী এমপি, রওশনারা মান্নান এমপি, নূরে হাসান লিলি এমপি, নাভানা আক্তার এমপি, সেলিনা বেগম এমপি, উম্মে রাজিয়া কাজল এমপি, নূরজাহান বেগম এমপি, ফজিলাতুন্নেসা ইন্দ্রেরা এমপি এবং আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়া ও ফরিদা পারভিন, যুগ্ম সচিব খোদেজা আক্তার খানম, ডিজি শাহানা আক্তার, এস পি সি পি ডি এর প্রকল্প পরিচালক কামাল বিল্লাহ, উপ-পরিচালক আব্দুর রহিম ভূইয়া।