কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলায় দুই দিন ব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপ-কর কমিশনার সার্কেল-১৬, কালিগঞ্জ কর অঞ্চল খুলনার আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব শেখ ওয়াহেদুজ্জামান। এসময় তিনি বলেন, যারা দেশকে ভালবাসেন তারা আয়কর পরিশোধ করেন। তবে কর দেওয়ার ক্ষেত্রে পূর্বের চেয়ে এখন অনেকে উৎসাহিত হচ্ছে। প্রচার ও প্রচারনায় কম থাকার আয়কর থেকে পিছিয়ে রয়েছে ব্যবসায়িবৃন্দ। মানুষ কর দিতে চায়, কিন্তু না বোঝার কারণে অনেক সমস্যার মধ্যে পড়ে। শিক্ষক ও চাকুরীজীবিরা ইতিমধ্যে টিআইএন ফাইল খুলে কর প্রদান শুরু করেছে। আমরা বৈদেশিক অর্থের মুখোপেক্ষি হতে চাইনা, বিগত দিনের চেয়ে আমরা এখন অনেক বেশী সচেতন। সুন্দর বাংলাদেশ গড়তে যারা করের আওতায় আছেন তারা সময় মত কর পরিশোধ করবেন। “উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বর্নিভর” এই শ্লোগানকে সামনে রেখে উপ-কর কমিশনারের কার্যালয় সার্কেল-১৬ কর অঞ্চল খুলনা এর সহকারী কর কমিশনার শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-১৬, কালিগঞ্জ কর অঞ্চল খুলনা এর পরিদর্শক আবু সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান, অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, আয়কর আইনজীবি সমিতি সাতক্ষীরার সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম খান চৌধুরী, নাজিগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল। অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহাবুবর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি গৌতম লস্কর প্রমুখ। আয়কর মেলায় টিআইএন রেজিস্ট্রশন/রি-রেজিসেট্রশন, নতুন করদাতাদের টিআইএন সনদ প্রদান, আয়কর রিটান ফরম পুরন, আয়কর রিটান দাখিল, ব্যাংক বুথে আয়কর প্রদানসহ মুক্তিযোদ্ধা, মহিলা ও প্রতিবন্ধী করদাতাদের জন্য রয়েছে পৃথক পৃথক ব্যবস্থা। ভালুকা চাদপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সূধিজন উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট