তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নিজ উপজেলা কুষ্টিয়ার ভেড়ামারা থেকে জাসদ ও অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শুক্রবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ভেড়ামারা পৌরসভার ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবজোটের সভাপতি মেহেদী হাসান সবুজের নেতৃত্বে জাসদ নেতাকর্মীরা পদত্যাগ করেন।
ওই সময় শহরের দক্ষিণ রেলগেট এলাকার সড়কটি বন্ধ করে দিয়ে জাসদ নেতাকর্মীরা সমাবেশ করে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন যুবজোট নেতা মিজানুর রহমান মিজান, রুবেল, আজিজুল হাকিম, মোসাদ্দেক, উজ্জল, ঝলক, মাসুদ, আকুল, সাক্ষাত, রতন, খালেক, ছোট মিজান, নয়ন, সোহেল, তুষার, রুবেল ও আলমগীর প্রমুখ।
ভেড়ামারা ৯ নম্বর ওয়ার্ড জাসদের সভাপতি ও কাউন্সিলর মেহেদী হাসান সবুজ বলেন, ‘আমরা দীর্ঘদিন জাসদের সংগঠনের সঙ্গে ছিলাম। আমাদের সঙ্গে তাদের কিছু অসামঞ্জস্য কার্যকলাপের কারণে আমরা ৯ নম্বর ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডের প্রায় সাড়ে ৭শ’ নেতাকর্মী একযোগে পদত্যাগ করলাম।’