আশাশুনি ব্যুরো : আশাশুনিতে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল মাঠে এ মহড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানার সভাপতিত্বে আয়োজিত মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রালয়ের যুগ্ম সচিব রাশেদা বেগম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘূর্ণিঝড়ে খয়ক্ষতির পরিমান কমাতে সরকার কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগেরবশি ক্ষতি হয় বেড়িবাঁধ ভেঙে। বেড়িবাঁধের কাজটা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের না। তারপরও এ এলাকার বেড়িবাঁধ সংস্কারে আমার সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরও বলেন, ১৯৭৩ সালে সিপিপির অনুমোদন দেন হাজার বছরের সেরা বাঙ্গালী শেখ মুজিবুর রহমান। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি আশাশুনি সিপিপি’র আয়োজনে সিপিপি কর্মকর্তা গোলাম কিবরীয়া ও আ’লীগ নেতা এসএম সেলিম রেজার যৌথ পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ছিলেন সহকারী কমিশনার একি চাকমা, সিপিপি’র খুলনা আঞ্চলিক উপ-পরিচালকরগালাম কীবরিয়া, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ দাউত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর হান্নান, ইউপিরচয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছেলিম খান। এসময় বুধহাটা ইউনিয়নের বিভিন্ন এলাকার সিপিপি সদস্যবৃন্দসহ সহ্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১১ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (সিপিপি)’র সদস্যবৃন্দ ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়ায় দুর্যোগের বিভিন্ন প্রদর্শনী প্রদর্শন করেন।
পূর্ববর্তী পোস্ট