টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। তামিম ইকবালের দলটি প্রথম সাত ওভারে কোনো উইকেট না হারিয়েই তুলে নেয় ৫৯ রান। শুরুটা বেশ ভালো হলেও মাঝখানে ধীরগতির ব্যাটিংয়ের কারণে একপর্যায়ে মনে হয়েছিল খুব বড় কোনো ইনিংস দাঁড় করাতে পারবে না তারা। তেমন কিছু না হলেও ঢাকা ডায়নামাইটসের সামনে ১৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পারে সাবেক চ্যাম্পিয়ন দলটি।
ঢাকার বোলার কেভিন কুপার ৪২ রানে তিনটি এবং সাকিব আল হাসান ২৩ রানে দুই উইকেট নেন।
১৬৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে ঢাকার ইনিংস। ফলে ১২ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানস।