নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তাঁতীলীগ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ নভেম্বর সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মীর আজাহার আলী ও সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান স্বাক্ষরিত একপত্রে আংশিক কমিটি অনুমোদন দেন। আর এই কমিটির অনুলিপি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে বলে সংগঠনের প্যাডে উল্লেখ করা হয়েছ। রাজনীতি সচেতন মানুষ এবিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু ও হাস্যকর বলে মন্তব্য করছেন। তারা বলছেন আ ’লীগের একটি সহযোগী সংগঠনের একটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছে, কিন্তু এর অনুলিপি কেন থানার ওসিকে প্রেরণ করতে হবে তা তাদের বোধগম্য নয়! অনেকেই এটাকে দেখছেন সাতক্ষীরায় বর্তমান রাজনীতির দেউলিয়াপনার অংশ হিসেবে।
কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি শেখ এনামুজ্জামান নিপ্পন, সহ-সভাপতি নাজমুল হোসেন, পলাশ কুমার সানা, সাধারণ সম্পাদক উজ্জল কুমার সানা, সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম। উক্ত আংশিক কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন কমিটির দেওয়ার নির্দেশ দেওয়া হয় উক্ত পত্রে।