জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে আত্মপক্ষসমর্থন করে জামিন আবেদন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আদালত দুই মামলাতেই খালেদার জামিন আবেদন মঞ্জুর করেছে। আত্মপক্ষসমর্থনে আজ বেলা ১১টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।
রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ আদালতে খালেদার পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। আর দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে রয়েছেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
উল্লেখ্য, আত্মপক্ষ সমর্থন করতে সময়মতো আদালতে হাজির না হওয়ায় গত ৩০ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত।