আরাফাত হোসেন লিটন : পদ্ম শাখরায় আশিক ইন্টারপ্রাইজের আয়োজনে সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ৪ দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় পদ্মশাখরা কোহিনুর ক্লাব মাঠে ফাইনাল খেলা গাংনিয়া স্পোর্টিং ক্লাব একাদশ ও পারুলিয়া বন্ধু মহল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য আল-ফেরদাউস আলফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাতক্ষীরা সদর সার্কেল) মেরিনা আক্তার।
এসময় তিনি বলেন, সাতক্ষীরায় মাদক ব্যবসায়ী, সেবনকারী কেউই ছাড় পাবেন না। মাদকের ছোবল থেকে সাতক্ষীরাকে রক্ষা করতে মাদকের বিষয়ে আপোষ করা হবে না। তিনি আরো বলেন, মাদকের কারণে দেশর উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই মাদক নির্মূল করা গেলে দ্রুত উন্নত দেশে পৌছানো সম্ভব হবে। আসুন সকলে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, মাদকমুক্ত দেশ গড়ি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি এড. আবুল কালাম আজাদ, সদর থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, পদ্মশাঁখরা কোহিনুর ক্লাবের সভাপতি বাবুর আলী গাজী, ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) শেখ সেকেন্দার, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স ও কমিউনিটি পুলিশং) মহিদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, জান্নাত ইন্টারপ্রাইজের পরিচালক আজহারুল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। খেলায় গাংনিয়া স্পোর্টিং ক্লাব একাদশ পারুলিয়া বন্ধু মহল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।