নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে গৌতম গোলদার (৪৬) নামের এক ভারতীয় ট্রাক হেলপারের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার ভোরে ভোমরা বন্দরস্থ সোনালী ব্যাংকের পিছনে পার্কিং ইয়ার্ডে তার মৃত্যু হয়। গৌতম গোলদার ভারতের ২৪ পরগণা জেলার বশিরহাট থানার বালিয়া ধানকুড়িয়া এলাকার হরিদাস গোলদারের ছেলে। গত ২০ অক্টোবর ভারত থেকে চাউল নিয়ে ছাড় কারক প্রতিষ্ঠান গাজী এন্টারপ্রাইজের আলহাজ্ব আমজাদ হোসেনের তত্বাবধানে ভোমরা বন্দরে আসে। ভোমরা বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ, ছাড়কারক প্রতিষ্ঠানের প্রোপাইটার আমজাদ হোসেন, ভোমরা বিজিবি ক্যাম্প ইনচার্জ সিরাজুল গনি ও স্থানীয় জনপ্রতিনিধি জালাল হোসেন জানান, ভোরে একজন ভারতীয় ট্রাক শ্রমিকের মৃত্যু হয়েছে শুনেছি। তবে কি কারণে তা বলতে পারবো না। সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা জানান, ভোরে নিজেদের ট্রাকের পাশে পড়ে ছিল গৌতম গোলদারের মরদেহ। কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের সুরোতহান সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত পূর্বক বিজিবি ও বিএসএফ মধ্যকার আলোচনা করে লাশ ভারতে হস্তান্তর করা হবে।
পূর্ববর্তী পোস্ট