প্রতিপক্ষের উপর হামলার ছবি তোলার সময় পাবনায় চার সাংবাদিককে মারধরের মামলায় ভূমিমন্ত্রীর ছেলে শিরহান শরীফ তমালকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম রেজাউল করিম এ আদেশ দেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আদালতে হাজির হয়ে শিরহান শরীফ তমাল হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৯ নভেম্বর রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় প্রতিপক্ষের উপর হামলা করে ভূমিমন্ত্রীপুত্র শিরহান শরীফ তমাল ও তার সহযোগীরা। এ ঘটনার ছবি তুলতে গেলে তাদের হামলায় গুরুতর আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পাবনা প্রতিনিধি সৈকত আফরোজ আসাদ, ডিবিসির জেলা প্রতিনিধি পার্থ হাসানসহ এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী, সময় টিভির ক্যামেরাপারসন মিলনসহ বেশ কয়েকজন সাংবাদিক।
এ ঘটনায় ডিবিসি জেলা প্রতিনিধি পার্থ হাসান বাদী হয়ে তমালসহ ৩০ জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় একটি মামলা করেন।
এ মামলায় এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হলেও তারা জামিনে ছাড়া পেয়েছেন।