মাহফিজুল ইসলাম আককাজ : মহান বিজয় দিবস-২০১৭ উপলক্ষে একঝাক কোমলমতি শিশু শিল্পীদের নৃত্য, সংগীত এবং রঙ তুলির আচড়ে শিশুদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে লোকনৃত্য, চিত্রাংকন ও দেশাত্ববোধক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, শিশু একাডেমির লইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম রফিক। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেনÑ চিত্রাঙ্কণে চিত্রশিল্পী এম.এ জলিল, পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন, সংগীতে শামীমা পারভীন রত্মা, মো. শহিদুল ইসলাম, কামরুল ইসলাম, লোকনৃত্যে নাহিদা পারভীন পান্না ও মিজানুর রহমান সোহাগ।
সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষ্যে নৃত্য, সংগীত, চিত্রাঙ্কণসহ শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট