মাহফিজুল ইসলাম আককাজ : ‘খেলায় বিকশিত হোক তারুণ্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ক্রীড়া পরিষদের তত্বাবধানে পরিচালিত তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি ২০১৬ এর জেলা পর্যায়ের টেনিস খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা টেনিস গ্রাউন্ডে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যাবস্থাপনায় ৪দিন ব্যাপি এ প্রশিক্ষণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার মোশারেফ হোসেন, সাতক্ষীরা টেনিস ক্লাবের সহ- সভাপতি আব্দুল ওয়ারেশ খান চৌধুরী পল্টু, সাধারণ সম্পাদক এড. শফিকুল ইসলাম খোকন, যুগ্ম সম্পাদক মিন্টু চৌধুরী, ক্রীড়া সম্পাদক সুজা খান চৌধুরী, সদস্য ডাঃ আমিনুর রহমান, আজিজ হাসান বাবলু, এড. আহসান হাবিব মুন্না, আফজালুল করিম বিপু, একরামুল ও প্রশিক্ষক নুরে আলম প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট