চেঙ্গিজ খানকে অবমাননার দায়ে এক বছরের জেল হল এক যুবকের। সেই যুবকের বিরুদ্ধে অভিযোগ, চেঙ্গিজে খানের ছবিকে পায়ে মাড়ানোর মাধ্যমে সে জাতিগত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে।
গত মে মাসে চেঙ্গিজ খানের ছবিতে লাথি মারার ভিডিও আপলোড করেছিল লুয়ো নামের এক যুবক। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। তাতে অনেকেই প্রতিবাদে সরব হন।
চীনের মঙ্গোলিয়ায় অরদোস শহর এই ঘটনা ঘটে। চেঙ্গিস খানের ছবিতে পদাঘাত করে ও থুতু ফেলে অবমাননা করা হয়। তারপরে চীনের জনপ্রিয় একটি ভিডিও প্ল্যাটফর্ম কুয়াইশুতে সেই ভিডিওটি শেয়ার করে দেয় এবং পাশাপাশি বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দেয়। তারপরে পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। গ্রেফতার করার পরে আদালতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে লুয়ো।