পেরুর নর্থ লিমার কাছে পাহাড়ি রাস্তার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ১০০ মিটার নিচে পড়ে গিয়ে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানী লিমার উত্তরে ‘কুরভা দেল দিয়াবলো’ নামে পরিচিত ঝুঁকিপূর্ণ একটি পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক টুইট বার্তায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় বাসটি ১০০ মিটার নিচে একটি সমুদ্র সৈকতে পড়ে যায়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সেখানকার পরিবহন কর্মকর্তারা।
পেরু পরিবহন প্রধান ডিনো এসকুডেরো স্থানীয় টেলিভিশন নিউজ এজেন্সি আন্দিনাকে ৪৬ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।