যৌন তাড়নায় সাবেক প্রেমিকের অণ্ডকোষ ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল এক মধ্যবয়সী নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এডিনবরায়। ওই নারীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ৪৩ বছরের নুঞ্জিয়া ডেল ভিসিকো মাটিতে পরে রয়েছেন। তার মুখে রক্ত। প্রাক্তন প্রেমিক মার্সেলো পালমার অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে দিয়েছেন তিনি।
পুলিশের কাছে ওই নারী দাবি করেছে, মার্সেলো তাকে মারধর করেন। আত্মরক্ষার জন্য অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে দেন তিনি। তবে ওই নারীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন তার সাবেক প্রেমিক।
মার্সেলো পালমারের দাবি, রাতে বাইরে ঘোরাফেরার পর দলবল নিয়ে তার ঘরে আসেন নুঞ্জিয়া। পোশাক খুলে বিবস্ত্র হন তিনি। এরপর তার থ্রি সামের দাবি করেন। কিন্তু, মার্সেলো থ্রি সামে সম্মত হননি। এরপরই ওই নারী ঝাঁপিয়ে পড়েন মার্সেলোর উপরে। দু’জনের মধ্যে হাতাহাতির চলার মাঝেই মার্সেলোর অণ্ডকোষে কামড় দেন নুঞ্জিয়া। আপাতত হাসপাতালে ভর্তি মার্সেলো। তার অণ্ডকোষ স্থাপনের চেষ্টা করছেন চিকিৎসকরা।