নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌরসভার সুলতানপুরের পিটিআই মাঠ সংলগ্ন এলাকায় বিদ্যুৎ চুরি প্রতিরাধে অভিযান পরিচালনাকারী টিমের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বিদ্যুৎ বিভাগের তিন কর্মকর্তাসহ কয়েকজন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। রোববার দুপুরে সুলতানপুরের রুহুল আমিন ঠিকাদারের বাড়িতে অভিযানে গেলে তার নেতৃত্বে বিদ্যুৎবিভাগের কর্মকর্তা কর্মচারীদের উপর এ হামলা করা হয়। সাতক্ষীরা বিদ্যুৎ সরবরাহ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী খালিদুল ইসলাম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তারা সুলতানপুরের রুহুল আমিন ঠিকাদারের বাড়িতে অভিযান চালান। এ সময় বিদ্যুৎ চুরির প্রমাণও পান তারা। তারা মিটারের ভিতর থেকে অবৈধ সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহার করছিল। এ সময় রুহুল আমিনের নেতৃত্বে তার সহযোগীরা অভিযান পরিচালনাকারী দলের উপর হামলা চালায়। সেখানে এসডিই আসাদুল ইসলম খান, জুয়েল রানা, লুৎফর রহমান এবং কয়েকজন কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কেড়ে নেওয়া হয় তাদের মোবাইল ফোন। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তবে, হামলাকারীদের গ্রেফতার করতে পারেনি। তিনি জানান, এ ঘটনায় সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার এসআই আসাদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা হচ্ছে।