সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১৩৫ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত। যার ফলে সিরিজে ২-০ তে পিছিয়ে গেলো সফরকারীরা। পাশাপাশি তিন টেস্টের সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে ৪ দিনে হেরেছিল ভারত, এর মাঝে বৃষ্টির কল্যাণে একদিন বল মাঠেই গড়ায় নি। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম চার দিন লড়াই করলেও পঞ্চম দিনে পাত্তাই পেলো না বিরাট কোহলিরা। যদিও চতুর্থ দিনের শেষ বিকেলে ৩ উইকেট হারানোর পাশাপাশি ম্যাচ থেকে ছিঁটকে গিয়েছিল ভারত। পঞ্চম দিনে এসে ম্যাচের গতি পাল্টাতে পারে নি ভারতীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রবি শাস্ত্রীর দল।
টেস্ট জয়ের জন্য ২৮৭ রানের টার্গেটে মাত্র ৮৭ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। পরাজয় যখন চোখের সামনে তখন কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকায় চলতি সফরের আগের তিন ইনিংসে (১০, ১১, ১০) সর্বোচ্চ ১১ রান করা রোহিত চতুর্থ ইনিংসে ৭৪ বলে ৪৭ রান করেন। রোহিতের পর সর্বোচ্চ ২৮ রান করেন পেসার মোহাম্মদ সামি। প্রথম ইনিংসে একাই ১৫৩ রান করা ভারত অধিনায়ক বিরাট কোহলি গতকাল লুঙ্গির বলে আউট হয়েছিলেন মাত্র ৫ রানে।
ডেল স্টেইনের ইনজুরির কারণে এই ম্যাচে অভিষেক হয়েছিল পেসার লুঙ্গি এনগিডির। প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন ২১ বছর বয়সী এই তরুণ। প্রথম ইনিংসে ১ উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৬টি উইকেট। আর লুঙ্গির গতিতে ১৫১ রানেই গুটিয়ে গেছে ভারত। পরাজয় ১৩৫ রানে। লুঙ্গির পাশাপাশি ৩ টি উইকেট দখল করেছেন আরেক পেসার কাগিসো রাবাদা।