নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখা ও দারুল আরকাম ট্রাভেলস এর যৌথ উদ্যোগে শনিবার এক ইসলামীক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শহরের তুফান কনভেনশন সেন্টারে জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে এ কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কলেজের অধ্যাপক মাওলানা সাইদ আহমদ, মুফতি আখতারুজ্জামান, আলহাজ্ব আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ। সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬০ জন প্রতিযোগি এ কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। ক,খ ও গ গ্রুপ মিলে প্রত্যেকটি গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় করে মোট ৯ জনকে পুরস্কৃত করা হয় এবং একটি করে মেধা সনদ দেওয়া হয়। প্রতি গ্রুপের প্রথম স্থান অধিকারীকে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২ হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি আগামি বছর উপজেলা ওয়ারি শ্রেণি ভিত্তিক ইসলাম ও নৈতিক শিক্ষার উপর প্রাথমিক বাছাই করে জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতার ব্যবস্থা করবেন বলে ঘোষনা করেন।
জেলা ইমাম সমিতির কুইজ প্রতিযোগিতা
পূর্ববর্তী পোস্ট