নিজস্ব সংবাদদাতা: সাতক্ষীরায় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর অঞ্চল, সাতক্ষীরা সার্কেল আয়োজিত এ মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্বোধনী অনুষ্ঠানে কর অঞ্চল খুলনার অতিরিক্ত কমিশনার রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, কর উন্নয়নের হাতিয়ার। দক্ষিণাঞ্চল থেকে প্রয়োজনীয় কর না দেওয়ায় এ অঞ্চল আজও উন্নয়ন বঞ্চিত।
অনুষ্ঠানে করদাতার সংখ্যা বৃদ্ধি ও কর দেওয়ার প্রক্রিয়া সহজ করার আহবান জানানো হয়।
পূর্ববর্তী পোস্ট