প্রভাষক শওকত আলী, ঝাউডাঙ্গা : সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে টেস্টি বেকারীর পাউরুটির মধ্যে ইঁদুরের মাথা পাওয়া গিয়েছে। বিহারীনগর গ্রামের দিন মজুর মো. সাবের আলী জানান, ঝাউডাঙ্গা ইউনিয়নের বিহারীনগর মোড়ে অবস্থিত আব্দুল আলীমের চায়ের দোকান থেকে রবিবার রাতে একটি পাউরুটি কেনেন। পরদিন সকালে পাউরুটির কিছু অংশ খাওয়ার পর পাউরুটির মধ্যে একটি ইঁদুরের মাথা দেখতে পান। ইঁদুরের মাথা দেখতে পেয়ে তার গা গুলিয়ে বমি করতে থাকেন। এরপর তিনি পাউরুটি নিয়ে আব্দুল আলীমের চায়ের দোকানে ফেরত দিতে আসেন। ঘটনাস্থলে অনেকে উপস্থিত থাকায় সবাই বিষয়টিকে নিয়ে কথা বলতে থাকে এবং এক পর্যায়ে চায়ের দোকানের সামনে উৎসুক জনতার ভিড় জমে যায়। উৎসুক জনতা এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, নামি দামি হোটেল সহ এসব বেকারীর গুণগত মান একেবারেই খারাপ হওয়ায় ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই
টেস্টি বেকারীর স্বত্বাধিকারী মো. জহুরুল হকের সাথে মোবাইল ফোনে যোগযোগ করা হলে তিনি ফোনে বলেন, “ঘটনাটি অনিচ্ছাকৃত ঘটেছে। বিভিন্ন জায়গার শ্রমিকদের নিয়ে বেকারীর কাজ করতে হয়। এধরণের কাজ পরবর্তীতে যাতে না হয় সেদিকে খেয়াল রাখবো।