নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর হামলায় ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করা হয়েছে। বুধবার সাতক্ষীরা সদর থানায় এ এজাহার দায়ের করেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের রাজু।
এজাহার সূত্রে জানা গেছে, ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যার দিকে রাজার বাগান কলেজ মাঠ এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে একদল সন্ত্রাসী। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে রাজুর শরীরে বিভিন্ন অংশে ও মাথায় কোপ মারতে থাকে। এসময় রাজু আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় রাজুকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় রাজু হামলার সাথে জড়িত ব্যক্তিদের মধ্যে ৯ জনের নাম উল্লেখ করে বুধবার সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন। হামলাকারীরা হলেন, কাটিয়া এলাকার জিয়াদ মল্লিকের ছেলে আলমগীর হোসেন, পুরাতন সাতক্ষীরা এলাকার সাঈদ হোসেনের ছেলে হাবিবুল্লাহ, মুনজিতপুর এলাকার মজিদের ছেলে নাহিদ হোসেন, পুরাতন সাতক্ষীরার উজ্জল হোসেন, সুলতানপুর এলাকার মোকাম হোসেনের ছেলে মোছলেম, রাজার বাগান এলাকার নাদেরুল ইসলামের ছেলে জনি, পলাশপোল এলাকার হোসেন হোসেন, আশাশুনির মাদারবাড়ীয়া এলাকার ডিউকের ছেলে সানজিৎ, কাদাকাটি এলাকার ভবেন সানার ছেলে রথিন্দ্রনাথ সানাসহ অজ্ঞাত আরো ২/৩ জন।
ছাত্রলীগ নেতা রাজুর উপর হামলার ঘটনায় ৯ জনের নামে এজাহার
পূর্ববর্তী পোস্ট