ভারতে বড় অঙ্কের ব্যাংকিং প্রতারণার ঘটনায় দরপতন ঘটেছে মুদ্রাবাজারে। গতকাল মঙ্গলবার রুপির দাম কমে তিন মাসে সর্বনিম্নে নেমেছে। দ্বিতীয় বৃহৎ রাষ্ট্রীয় ব্যাংকে আর্থিক কেলেঙ্কারির ঘটনায় রুপির এ দরপতন ঘটল বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।
গতকাল ডলারের বিপরীতে রুপির দর পড়েছে ০.৯ শতাংশ, যা মধ্য নভেম্বরের পর থেকে সবচেয়ে বড় দরপতন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিআইবি) ১.৭৭ বিলিয়ন ডলার আর্থিক কেলেঙ্কারির ঘটনার সঙ্গে রুপির দরপতনের যোগসূত্র খুঁজে পাচ্ছেন বিনিয়োগকারীরা।
এ ছাড়া গত জানুয়ারি মাসে ভারতের বাণিজ্য ঘাটতি বেড়ে সাড়ে চার বছরে সর্বোচ্চ হয়েছে। এ নিয়েও বিনিয়োগকারীরা কিছুটা উদ্বেগে আছেন। গতকালও টানা পঞ্চম দিনের মতো পিআইবির শেয়ারের দর পড়েছে ১.২ শতাংশ। লেনদেন কমে দেড় বছরে সর্বনিম্নে নেমেছে। গত ১২ ফেব্রুয়ারি পিআইবির আর্থিক কেলেঙ্কারি উদ্ঘাটনের পর থেকেই প্রতিষ্ঠানটির শেয়ারের দর এক-তৃতীয়াংশ পড়ে গেছে। এ ছাড়া রেটিং সংস্থা মুডিস ব্যাংকটির রেটিং মান কমানোর বিষয়টি বিবেচনায় রেখেছে।
বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, ঋণের কারণে ভারতের বৃহৎ ব্যাংকিং খাত ৩ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির মুখে পড়বে। তবে গত সোমবার শেয়ারবাজারে ব্যাংক খাতের দর কমে চার মাসে সর্বনিম্নে নামলেও গতকাল আবারও তা ঘুরে দাঁড়িয়েছে এবং শেয়ারের দর বেড়েছে ০.৭ শতাংশ।
লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের বাজার বিশ্লেষক সিমন কুইজানো-ইভান্স বলেন, ব্যাংক খাতের এ প্রতারণা সবাইকে হতবাক করেছে। ফলে ভারতের ব্যাংকিং খাতে এর কী প্রভাব পড়ে বিনিয়োগকারীরা তা দেখার অপেক্ষায় রয়েছেন।