ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের শিবতলা বাজারে বুধবার সন্ধ্যায় জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরষ্কার বিতরনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার আয়োজনে আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এস,এম শওকাত হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, পৌর আ’লীগের সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ রাশিদুজ্জামান রাশি, সদর উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক এনছান বাহার বুলবুল, শেখ আব্দুর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এ্যাড. মোঃ ফারুক হোসেন, ব্রহ্মরাজপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলীপ কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক নুর ইসলাম মাগরেব। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আরিফুজ্জমান রানা, ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন রাজ, মেম্বার মতিয়ার রহমান, মেম্বার কামরুজ্জামান, মেম্বার কুরবান আলী, মেম্বার কালিদাস সরকার, পলাশ কুমার সানা, হাফেজ মোঃ জাকির হোসেন, উজ্জ্বল কুমার সানা, মোঃ আব্দুল খালেক, মিলন, বাপ্পী, আজগর প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে ব্রহ্মরাজপুর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, তাঁতী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।