নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মাঠ প্রশাসনের ২০ জেলায় নতুন প্রশাসক (ডিসি) নিয়োগের পর প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ের ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সম্প্রতি যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার ১৩ জনই ডিসি হিসেবে বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে কর্মরত মাহমুদুল হোসাইন খানকে বিআরডিবির পরিচালক, কুমিল্লার ডিসি জাহাঙ্গীর আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক, রংপুরের ডিসি মুহাম্মদ ওয়াহিদুজ্জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক, যশোরের ডিসি আশরাফ উদ্দিনকে পরিবেশ অধিদফতরের পরিচালক, সিলেটের ডিসি রাজাত আনোয়ারকে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক, বান্দরবানের ডিসি দিলীপ কুমার বনিককে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক, চাঁদপুরের ডিসি আব্দুস সবুর মণ্ডলকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত আলাদা আদেশে কক্সবাজারের ডিসি আলী হোসেনকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব, সাতক্ষীরার ডিসি আবুল কাশেম মো. মহিউদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ঢাকার ডিসি মোহাম্মদ সালাহ উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, নেত্রকোণার ডিসি ড. মুশফিকুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, ময়মনসিংহের ডিসি খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, ভোলার ডিসি মোহা. সেলিম উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), চট্টগ্রামের ডিসি জিল্লুর রহমান চৌধুরীকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব করা হয়।