আফগান স্পিনা জাদুকর রশিদ খানের ক্যারিয়ারে বসন্ত চলছে। ওয়ানডে ক্রিকেটের পর টি-টোয়েন্টির বোলারদের র্যাংকিংয়েও শীর্ষস্থান দখল করেছেন তিনি। ৭৫৯ রেটিং নিয়ে কিউই স্পিনার ইশ সোধিকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন এই তরুণ লেগ-স্পিনার। অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে টি-টোয়েন্টি অল-রাউন্ডারদের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫ উইকেট শিকার করেন রশিদ। এর ফলেই র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৬ উইকেট শিকার করে ৫০ ওভার ফরম্যাটেও সম্প্রতি শীর্ষে উঠেন রশিদ। সেখানে অবশ্য ভারতের পেসার জসপ্রিত বুমরাহর সাথে যৌথভাবে। দুজনরেই রেটিং ৭৮৭।
এদিকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে জায়গা করে রয়েছেন নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান কলিন মুনরো। সদ্যই শেষ হওয়া ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে ১৭৬ রানের ইনিংস খেলে শীর্ষস্থান দখল করেন তিনি। পুরো সিরিজে তার স্ট্রাইক রেট ছিল ২১০ এর কাছাকাছি। দ্বিতীয় স্থানে নেমে গেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। পাকিস্তানের বাবর আজম আছেন তিন নম্বরে।
ব্যাটসম্যানদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিং বাংলাদেশের সাকিব আল হাসানকে পেছনে ফেলেছেন ম্যাক্সওয়েল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজে একটি সেঞ্চুরিসহ ২৩৩ রান করেন তিনি। এছাড়া বল হাতে ৩ উইকেট শিকারে অলরাউন্ডারদের তালিকার শীর্ষে উঠা সহজ হয়ে যায় ম্যাক্সওয়েলের জন্য। তাকে টপকাতে সাকিবকে এবার বেশ পরিশ্রমই করতে হবে। ম্যাক্সওয়েলের রেটিং পয়েন্ট যেখানে ৩৯০, সেখানে সাকিব থেমে আছেন ৩২৬ পয়েন্ট নিয়ে।