আশাশুনি ব্যুরো/বুধহাটা প্রতিনিধি : আশাশুনি উপজেলার ব্যক্রিমধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল সড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্কুল চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আশশুনি সরকারি কলেজের প্রভাষক মোঃ মহসীন আলী। স্কুল পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। এসময় বক্তা হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দাউদ হোসেন, বিপিএনকে মাদ্রাসার সুপার মাওঃ আব্দুর রাজ্জাক, সাংবাদিক জিএম আজিজুর রহমান রাজ, স্বাস্থ্য পরিদর্শক আবু মুছা, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি আইয়ুব হোসেন রানা, সহ সভাপতি শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক এম এম নুর আলম, সাংবাদিক জ্বলেমিন হোসেন, শিক্ষক হাফেজ আছাফুর রহমান, ডাঃ আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন ড্যানিস সহ সকল অভিভাবক, কোমলমতি ছাত্র-ছাত্রী, সুধিজন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বুধহাটা এবিসি কেজি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট