নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত প্রাণ সায়ের খালের সৌন্দর্য বর্ধন কর্মসূচি উপলক্ষ্যে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত প্রেস ব্রিফিংটির আয়োজন করে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভা। পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশিতির সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, সাতক্ষীরা শহরের মাঝ দিয়ে প্রবাহিত শহরের প্রাণ একমাত্র এই প্রাণ সায়ের খাল। আর এই খালটিকে বাঁচাতে খালের পশ্চিম পাশে সৌন্দর্য বর্ধনে ৩০ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আগামী ২মার্চ (শুক্রবার) থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের কাজ শুরু হবে বলে বক্তারা আরো জানান।
পূর্ববর্তী পোস্ট