ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। এ অবস্থায় ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করতে রাশিয়ার আপত্তি ছিল।
তবে রাশিয়ার সেই আপত্তি উপেক্ষা করে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে অস্ত্র বিক্রির এ তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে ইউক্রেনের কাছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রযুক্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনের দ্য ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ২১০টি ক্ষেপণাস্ত্র ও ৩টি উৎক্ষেপক বিক্রির অনুরোধ জানানোর প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ইউক্রেনের ব্যয় হবে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এবং অস্ত্র বিক্রির মধ্যস্থতাকারীরা ইউক্রেন সেনাবাহিনীর হাতে এ অস্ত্র পৌঁছে দেবে। ইউক্রেনের সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে।