নিজস্ব প্রতিবেদক : ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আইডিইবি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০৮ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯ সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়। র্যালির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। উক্ত র্যালিতে নেতৃত্ব প্রদান করেন জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌঃ মোঃ সেলিম সরোয়ার। র্যালি টি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে র্যালি এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মোঃ আবেদুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌঃ মোঃ মাসুদ ডাকুয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌঃ মোঃ জায়েদ বিন গফুর, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌঃ মোঃ আব্দুর রশিদ, দফতর সম্পাদক প্রকৌঃ মোঃ মুছাব্বেরুজ্জামান, জনসংযোগ ও প্রচার সম্পাদক প্রকৌঃ মোঃ মতিয়ার রহমান, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক প্রকৌঃ মোঃ রাসেল কবির, সমাজ কল্যাণ সম্পাদক প্রকৌঃ মোঃ এমদাদুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোঃ রবিউল ইসলাম, গবেষণা ও আইসিটি সম্পাদক প্রকৌঃ মোঃ একরামুল হোসেন, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোছাঃ নার্গিস খানম, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌঃ মোঃ কামরুজ্জামান, কাউন্সিলর প্রকৌঃ মহঃ ছারোয়ার হোসেন, কাউন্সিলর প্রকৌঃ প্রবীর কুমার মৃধা প্রমুখ। আরো উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলীবৃন্দ, শহরের সরকারি-বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিটিউটের ছাত্র-শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক প্রকৌঃ মোঃ গোলাম মোস্তফা।
পূর্ববর্তী পোস্ট