ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানাচ্ছে হিলারি ক্লিনটনকে নির্বাচনে হারিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ৪৫তম নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম বলছে, হিলারি ক্লিনটন পরাজয় মেনে নিয়েছেন। বার্তা সংস্থা এপিও এমন খবর জানাচ্ছে। কয়েক সপ্তাহ আগেও ধারণা করা হচ্ছিল হিলারি ক্লিনটন হয়তো আগাম জয় পেয়ে যাবেন। কিন্তু শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জয় পান ডোনাল্ড ট্রাম্প। সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা,উটাহ, ওহাইও, অ্যালাবামা, ম্যাসাচুসেটস, ওয়েস্ট ভার্জিনিয়ায় জয় পান ট্রাম্প।জিততে হলে হিলারির প্রয়োজন ছিল মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকিনসনে জয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থীর জয়ী হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হয়। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়। কখনও হিলারি এগিয়ে ছিলেন আবার কখনও ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প।
পূর্ববর্তী পোস্ট