আশাশুনি ব্যুরো: আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে “জানবে বিশ্ব জানবে দেশ দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক, সহকারি প্রকৌশলী মামুনুর রশিদ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আশাশুনি রিপোর্টার্স ক্লাব সাধারণ সম্পাদক আকাশ হোসেন, উপজেলা সিপিপি সেচ্ছাসেবক লিডার আব্দুল জলিল, এনজিও কর্মী আব্দুর সাত্তার প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তেলোয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ঈমাম আব্দুল গফফার ও গীতাপাঠ করেন কল্যাণী রানী সরকার। সভায় দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী করণীয় সহ দুর্যোগের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও আলোচনা
পূর্ববর্তী পোস্ট