ভারতে মূর্তি ভাঙা, কালি মাখানো চলছেই। এবার বিশ্ববরেণ্য কমিউনিষ্ট নেতা কার্ল মার্ক্স ভেবে কবি মাইকেল মধুসূদন দত্তর মূর্তিতে কালি লাগিয়ে, নাক ভেঙে দিয়ে গেল দুষ্কৃতকারীরা। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাণিগঞ্জের রামবাগান এলাকায়।
গতকাল শনিবার সকালে এ দৃশ্য দেখে হতবাক সেখানকার বাসিন্দারা। তাঁদের বক্তব্য মাইকেল আবার কী দোষ করলেন! উনি তো কোনও রাজনৈতিক দলের না? কবি মানুষ ছিলেন। এলাকার কয়েকজনের বক্তব্য, মাইকেলকে কার্ল মার্ক্স ভেবে রঙ লাগিয়ে, মূর্তির নাক ভাঙা হয়েছে। একই রকম দাড়ি দেখে সম্ভবত ভুল করেছে হামলাকারীরা।
রানিগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে কারা এ কাজ করেছে। জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন এসেছিল। তারা কারা দেখছে পুলিশ। ঘটনার নিন্দায় সরব হয়েছেন স্থানীয়রা।
প্রসঙ্গত, ত্রিপুরায় সিপিএম সরকারের পতনের পর সেখানে লেনিনের মূর্তি ভাঙা দিয়ে শুরু। তারপর কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি, কেরলে গান্ধী মূর্তি, উত্তরপ্রদেশে বি আর আম্বেদকরের মূর্তি ভাঙা হয়েছে।