অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি চাকরির প্রধান উদ্দেশ্য হবে সেবা দেওয়া, হুকুম দেওয়া নয়। তাই সবাইকে সেবা দেওয়ার চরিত্র আরো বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
আজ রবিবার সকালে হোটেল সোনারগাঁওয়ে ‘জনতা ব্যাংকের বার্ষিক সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, ব্যাংকিং খাতের বড় চ্যালেঞ্জ হলো কিভাবে ক্যাপিটাল মার্কেট সৃষ্টি করা যায়। শিগগিরই ছোট্ট একটি গ্রুপকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হবে। তবে এ বছর অথর্নীতিতে স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই। আগে নির্বাচন ঘিরে যে ‘অন্যরকম’ পরিস্থিতি সৃষ্টি হতো, যা এখন নেই।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকের উন্নতির জন্য বড় অর্থের লোন দিতে খুব একটা আগ্রহী না হলেও চলবে। তবে ক্ষুদ্র ও মাঝারি লোন বেশি দিতে হবে।
আয়োজিত এ সম্মেলনে জনতা ব্যাংকের পরিচালক বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহীরা উপস্থিত ছিলেন।