শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের দরকার ছিল সাত রান। বাংলাদেশের মুস্তাফিজুর রহমান প্রথম তিনটা বল ডট দিয়ে তাদের প্রায় ছিটকেই দিয়েছিলেন। কিন্তু, এরপরের দুই বলেই এক ছক্কা আর এক চারে ম্যাচ পাল্টে দেন কেদার যাদব। এক বল বাকি থাকতে এক উইকেটে জিতে চেন্নাই।
মাত্র দুই ওভারেই বদলে গেল ম্যাচের দৃশ্যপট। ১২ বলে যখন মাত্র দুই উইকেট হাতে রেখে চেন্নাইয়ে জয়ের জন্য দরকার ২৭ রান, তখন ম্যাচের মোড় ঘুড়িয়ে দিলেন ডোয়াইন ব্রাভো। এই ক্যারিবিয়ান ১৯তম ওভারে তিন ছক্কা আর একটি দুই রান করে শেষ বলেই আউট হয়ে যান। এতে শেষ ওভারে আশা টিকে থাকে মুম্বাই ইন্ডিয়ান্সের। কিন্তু সে আশায় গুড়েবালি। ব্রাভো ৩০ বলে ৬৮ রান করেন।
সব মিলিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসরে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের শুরুটা ভালো হল না। যদিও বাঁ-হাতি এই পেসার পেলেন এক উইকেট। ৩.৫ ওভার করে গুনেছেন ৩৯ রান।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে স্বাগতিকরা টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে করে ১৬৫ রান। চল্লিশোর্ধ্ব রান করেন তিনজন। তারা হলেন – সুর্য কুমার যাদব (৪৩), ক্রুনাল পান্ডিয়া (৪১) ও ইশান কিষান (৪০)। অস্ট্রেলিয়ান পেসার শেন ওয়াটসন নেন দু’টি উইকেট।
জবাব দিতে নেমে চেন্নাই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অভিষেকেই চমক দেখান মায়াঙ্কা মারকান্ডে। এই লেগ স্পিনার নেন তিনটি উইকেট। হার্দিক পান্ডিয়াও নেন তিন উইকেট। যদিও, শেষ দুই ওভারের খেলায় সব হিসাব নিকাশ পাল্টে যায়।